জ্ঞান ও নৈতিকতার সম্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান দারুস্সালাম সিদ্দীকিয়া মাদরাসা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইলমে দ্বীন শিক্ষায় তাহজিব, তমুদ্দুন, দ্বীন, ঈমান, সভ্যতা ও সংস্কৃতি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। এটি একটি দারুস সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য জাতী গঠনে সয়কালীন বিশ্বে রাসুলুল্লাহ (সা:) শিক্ষার আলো দিয়ে ১টি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত সুশৃঙ্খলিত ও সর্বোত্তম জাতিতে রুপান্তর করতে সক্ষাম হয়। নৈতিক আদর্শিক ও চারিত্র্যিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোন বিকল্প নেই। এই গুরুত্বপূর্ন দিকটি অবশ্যই শিক্ষাব্যবস্থায় অগ্রধিকার পাওয়া উচিত। সর্বোপরি ইসলাম একটি পূর্নাঙ্গ জীবনব্যবস্থা। তাই সন্তানকে পরিপূর্ণ ইসলামি শিক্ষাদানে যথাযথ ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব। এটা নবুয়তি কাজের অন্তর্ভুক্ত। পিতামাতা সন্তানের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করলে পরকালে তাদের আসামীর কাঠগড়ায় দাঁড়তে হবে।… [ আরও পড়ুন ]